You are currently viewing প্রেম ঘটিত বিবাহে গ্রহদের প্রভাব -জানুন বিস্তারিত  শ্রী  শক্তিধর শাস্ত্রী কাছ থেকে।

প্রেম ঘটিত বিবাহে গ্রহদের প্রভাব -জানুন বিস্তারিত শ্রী শক্তিধর শাস্ত্রী কাছ থেকে।

মূলত প্রেম এবং বিবাহ বিচার করার সময় আমাদের প্রাথমিকভাবে ৪টি স্থান বিবেচনা করতে হবে, যথা- ৭ম স্থান, ৫ম স্থান, ৮ম স্থান এবং ১১তম স্থান। যে রাশি গুলি আমাদের লক্ষ্য করা প্রয়োজন সেগুলো হল বৃশ্চিক, মিথুন এবং মীন রাশি। প্রেম ঘটিত বিবাহের জন্য দায়ী গ্রহ গুলি হল মঙ্গল, শুক্র, রাহু, চন্দ্র এবং বুধ। কুষ্টিতে প্রেম ঘটিত বিবাহ গণনা করার সময় এই গ্রহ গুলি ও তাদের সংযোগ ভালো করে পরীক্ষা করা উচিৎ।

এখন একের পর এক স্থান এবং গ্রহ গুলির ভূমিকা নিয়ে আলোচনা করা যাক।

৭ম স্থান হল সম্পর্কের স্থান। সমস্ত ধরণের সম্পর্ক যেমন- বৈবাহিক সঙ্গী, যৌন সঙ্গী, প্রেম সঙ্গী প্রভৃতির ক্ষেত্রে এই স্থান গুরুত্বপূর্ণ। এটি আমাদের বিবাহ এবং বৈবাহিক জীবনকেও সূচিত করে। সুতরাং জ্যোতিষশাশ্ত্রে প্রেম ঘটিত বিবাহ বিচার করার সময় এটি হল সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। এই স্থান এবং ৫ম পতির আশীর্বাদ/কৃপা ব্যতীত বিবাহ এবং সম্পর্কে সুখপ্রাপ্তি সম্ভব নয়।

৫ম স্থান প্রেম ঘটিত বিষয়/ব্যাপার কে সূচিত করে। সুতরাং প্রেম ঘটিত বিবাহ গণনা করার ক্ষেত্রে এটি হল প্রাথমিক স্থান। প্রেম ঘটিত বিবাহের ক্ষেত্রে ৫ম স্থানের আংশিক জড়িত/অন্তর্ভুক্ত থাকা বাঞ্ছনীয়।

৮ম স্থান হল শারীরিক ঘনিষ্ঠতা, যৌন তৃপ্তি প্রভৃতির সূচক। এটি গোপন এবং লুক্কায়িত বিষয়কেও সূচিত করে। যদিও কুষ্টিতে প্রেম ঘটিত বিবাহ গণনার ক্ষেত্রে এই স্থানের হয়তো কোনো প্রত্যক্ষ/সরাসরি প্রভাব থাকে না তবুও এটি প্রেম ও সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ।

১১তম স্থান হল প্রাপ্তি, বাসনা ও বন্ধুদের স্থান।

প্রেম, ভালোবাসা এবং সমস্ত সুন্দর বিষয়ের গ্রহ হল শুক্র। যদি আপনি শুক্রের কৃপালাভ না করেন তবে আপনি কোনো তৃপ্তি উপভোগ করতে পারবেন না। প্রেম, ভালোবাসা, বিবাহের ক্ষেত্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ। এটি তুলা রাশিকে অধিকার করে যা প্রাকৃতিক রাশির ৭ম স্থান। সুতরাং এটি বিবাহের প্রাকৃতিক সূচক। পুরুষের কুষ্টির ক্ষেত্রে এটি স্ত্রীকেও সূচিত করে। তাই এটি কুষ্টিতে প্রেম ঘটিত বিবাহের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ।

মঙ্গল হল শক্তি। মেয়েদের ক্ষেত্রে এটি পুরুষ বন্ধুকেও সূচিত করে। মঙ্গল হল আমাদের মধ্যেকার আবেগ বা তেজ। বৈদিক জ্যোতিষশাশ্ত্রের আরেকটি শাখা, নাড়ী জ্যোতিষশাশ্ত্রে মহিলাদের কুষ্টিতে এটি স্বামীরও সূচক।

রাহু হল অতৃপ্ত কামনা-বাসনার গ্রহ। যা কিছু প্রথাবিরুদ্ধ বা সামাজিক নিয়মবিরুদ্ধ তার গ্রহ হল রাহু। রাহু ব্যক্তিকে কামুক/বিলাসী করে তোলে এবং জীবনকে উপভোগ করবার আকাঙ্ক্ষা তৈরী করে। কুষ্টিতে প্রেম ঘটিত বিবাহের সম্পর্কে জানবার জন্য শুক্রের পরে সম্ভবতঃ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাহু পালন করে।

বুধ হল সবচেয়ে দুর্বোধ্য গ্রহ। বুধ হল রাজপুত্রের মতো। এটি সর্বদা হাসি, মজা ও উপভোগ করতে পছন্দ করে। এটি হল তারুণ্যের প্রাণশক্তি। নাড়ী জ্যোতিষশাশ্ত্রে এটি বিপরীত লিঙ্গের বন্ধুকেও সূচিত করে। সুতরাং প্রেম ঘটিত বিবাহ গণনার ক্ষেত্রে বুধও গুরুত্বপূর্ণ।

সর্বশেষ অথচ অন্যতম গুরুত্বপূর্ণ হল চন্দ্র। এটি মনের নিয়ন্ত্রক এবং প্রেম-ভালোবাসার ক্ষেত্রে মন হল সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। প্রেম ঘটিত বিবাহের ক্ষেত্রে প্রেম-ভালোবাসার প্রতি আপনার আসক্তি/আগ্রহ থাকতে হবে। কিছু মানুষ এতটাই গম্ভীর বা রাশভারি এবং কর্মপ্রিয় হন যে তাদের পক্ষে প্রেমে পড়া খুব কঠিন/দুরূহ ব্যাপার। সেইজন্য এই ধরণের ব্যক্তির ক্ষেত্রে প্রেম ঘটিত বিবাহের সম্ভাবনাও অল্প।

জ্যোতিষশাশ্ত্রে প্রেম ঘটিত বিবাহ গণনার ক্ষেত্রে চন্দ্রের সাথে আবেগপ্রবণ এবং সংবেদনশীল রাশি গুলি একত্রিত হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিথুন, কর্কট, তুলা, বৃশ্চিক, কুম্ভ ও মীন প্রেমিকের কুষ্টিতে লক্ষ্যণীয় হয়। যদি আপনি এই রাশিগুলিতে চন্দ্র নিয়ে জন্মগ্রহণ করেন তবে আপনার ক্ষেত্রে সম্বন্ধ করে বিবাহের চাইতে প্রেম ঘটিত বিবাহের সম্ভাবনা বেশি।

তাহলে এখন জ্যোতিষশাশ্ত্রে প্রেম ঘটিত বিবাহের ইঙ্গিতবাহী নীতি গুলি আলোচনা করা যাক।

জ্যোতিষশাস্ত্র কি এবং কেন?

কুষ্টিতে প্রেম ঘটিত বিবাহ শনাক্ত করার নীতিসমূহ

১> যখন প্রেম-ভালোবাসার স্থান বিবাহের স্থানের সাথে সুস্পষ্ট সম্পর্ক স্থাপন করে তখন তা প্রেমিকের সঙ্গে বিবাহের সম্ভাবনার স্পষ্ট ইঙ্গিত। যদি ৫ম পতি ৭ম স্থানে অবস্থান করে বা ৫ম ও ৭ম পতি সংযুক্ত হয় বা ৫ম ও ৭ম পতি রাশি অথবা নক্ষত্র বিনিময় করে, কিংবা ৫ম ও ৭ম পতি পরস্পরের প্রতি দৃষ্টি দেয়, তাহলে তা জ্যোতিষশাশ্ত্রে প্রেম ঘটিত বিবাহের সুস্পষ্ট ইঙ্গিত। যদি ৫ম এবং ৭ম পতি ১১তম স্থানে মিলিত হন অথবা ১১তম পতিও এই সংযোগে যোগ দেন তখন তা পরিস্থিতিকে আরও জোরালো করে।

২> উপরে আমি বলেছি যে ৮ম স্থান হল যৌনতা ও শারীরিক ঘনিষ্ঠতার স্থান। যদি ৫ম স্থান ৮ম স্থানের সাথে সম্পর্ক স্থাপন করে যেমন ৫ম পতি ৮ম স্থানে অবস্থান করলে বা তার বিপরীত হলে অথবা ৫ম ও ৮ম পতি যুক্ত হলে বা পরস্পরের প্রতি দৃষ্টি দিলে এই ধরণের সম্পর্কে জড়িত থাকার প্রবল সম্ভাবনা থাকে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই সম্পর্ক গোপন থাকে। যদি সেখানে ৭ম স্থান বা তার পতির সঙ্গে সংযোগ না হয় তখন এই সম্পর্ক বিবাহে পরিণতি পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে।

৩> মঙ্গল-শুক্রের মধ্যে সংযোগ বা পারস্পরিক দৃষ্টি অথবা রাশি বা নক্ষত্র বিনিময় হল প্রেম-ভালোবাসার প্রতি আগ্রহ এবং আবেগের ইঙ্গিত। এটি আরও প্রভাবশালী হয় যদি এই সংযোগ নভমসা কুষ্টি বা মঙ্গল বা শুক্র বা মিথুন অথবা মীন রাশিতে ঘটে। ৫ম স্থানে শুক্রের উপস্থিতিও প্রেম ঘটিত বিবাহের ক্ষেত্রে একটি শুভ সংযোগ।

৪> জ্যোতিষশাশ্ত্রে রাহু-শুক্র সংযোগ হল প্রেম ঘটিত বিবাহ অথবা ভিন্ন জাতে বিবাহের শক্তিশালী সূচক। রাহু এমন একটি গ্রহ যা সমস্ত কিছুকেই শক্তি যোগায় বা বিবর্ধিত করে। সুতরাং যখন শুক্র রাহুর সংস্পর্শে আসে তখন এটি ব্যক্তির মধ্যে প্রেম ও ভালবাসাকে বৃদ্ধি করে, বিশেষত যদি রাহু কুন্ডলীতে ৭ম স্থানে অবস্থান করে। যখন রাহু-শুক্র সংযোগ তুলা, বৃশ্চিক, মীন, মিথুন প্রভৃতি রাশিতে অথবা ৫ম, ৭ম, ৮ম বা ২য় স্থানে উপস্থিত থাকে তখন প্রেম ঘটিত বিবাহের সম্ভাবনা বৃদ্ধি পায়।

৫> যদি কোনো কুষ্টিতে অরুধা লগ্ন এবং উপপদ লগ্নের সংযোগ ঘটে তখন এটিও জ্যোতিষশাশ্ত্রে প্রেম বিবাহের ইঙ্গিত।

৬> রাহু-চন্দ্র এবং চন্দ্র-বুধ সংযোগ হল প্রেম-ভালোবাসার ক্ষেত্রে আরও দুটি লাভজনক যোগ। এটি আরও স্পষ্ট হয় যখন যদি শুক্র এই সংযোগের সাথে যুক্ত হয় কিংবা গ্রহেরা চন্দ্র বা শুক্র অথবা রাহুর নক্ষত্রকে অধিকার করে থাকে।

৭> বুধ-শুক্র সংযোগ, বিশেষত মিথুন অথবা বৃশ্চিক রাশিতে প্রেম ঘটিত বিবাহ গণনার ক্ষেত্রে খুব তাৎপর্যপূর্ণ।

আপনার কুষ্টিতে হয়তো সমস্ত সংযোগ নাও থাকতে পারে। কিন্তু যত সংখ্যক সংযোগ উপস্থিত থাকবে, কুষ্টিতে প্রেম ঘটিত বিবাহের সম্ভাবনা তত বৃদ্ধি পাবে।

কিন্তু শুক্র নীচস্থ হওয়া উচিত নয়। বৈদিক জ্যোতিষশাশ্ত্রে নীচস্থ শুক্রকে প্রেম-ভালোবাসার জন্য খুব শুভ বলে গণ্য করা হয় না। ৬ষ্ঠ পতি বিচ্ছেদকে ইঙ্গিত করে। সুতরাং আপনার কুষ্টিতে ৫ম পতির ৬ষ্ঠ পতির সঙ্গে সম্পর্ক স্থাপন করা বা ৬ষ্ঠ পতির নক্ষত্রে অবস্থান করা উচিৎ নয়। এটি প্রেম ঘটিত বিবাহের পক্ষে একটি শুভ ইঙ্গিত নয়।

বৈদিক জ্যোতিষশাশ্ত্র অনুযায়ী আমি প্রেম ঘটিত বিবাহের জন্য কিছু সহজ এবং কার্যকরী সংযোগ সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করলাম। কুষ্টিতে প্রেম ঘটিত বিবাহের নীতি গুলি আরও ভালো করে বোঝার জন্য আপনি এই সংযোগ গুলি যেকোনো জন্ম কুষ্টিতে পরীক্ষা করে দেখতে পারেন।

বিবাহ হল একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সুতরাং আপনার জন্ম কুষ্টিতে প্রেম ঘটিত বিবাহ ও সম্বন্ধ বিবাহের মধ্যে কোনটির সম্ভাবনা বেশি তার সম্পর্কে একটা ধারণা থাকা সর্বদাই ভালো। যদি আমরা জ্যোতিষশাশ্ত্রকে ব্যবহার করি তবে আমাদের জীবনের অনেক সমস্যার স্থায়ী সমাধান হবে।

Leave a Reply